মোজাম্মেল হক নিয়োগী
জন্ম ২৭শে অক্টেবর ১৯৬২
বাবা: ফজলুল হক নিয়োগী, মা: সুফিয়া বেগম।
গ্রাম: সুরাশ্রম, ডাকঘর: গাংগাইল, উপজেলা: নান্দাইল, জেলা: ময়মনসিংহ।
ছয় ভাই বোনের তৃতীয় পিতামহ আব্দুল হাফেজ নিয়োগী প্রতিষ্ঠিত প্রাথমিক বিদ্যালয় থেকে লেখাপড়া শুরু সমাজ কল্যাণ রাষ্ট্রবিজ্ঞান এবঙ শিক্ষায় স্নতত্তোর ডিগ্রী অর্জন। লেখালেখি জগতে অপরিকল্পিত পথ চলা। প্রথম প্রথম খেলারের বসে কিছু লেখা পেলা এবঙ পরে জীবনের তাগিদে শুরুটা এভাবে হলেই বর্তমানে লেখালিখিতে নিবেদিত এবঙ কর্ম জীবন থেকে উদ্দত থাকা। সময়টুকু লেখালিখির কাজে বরাদ্ধ থাকে। একটি দু'টি করে প্রকাশিত গ্রন্থের সংখ্যা পঞ্চাশ অতিক্রম করেছে। সাহিত্যের প্রতি শাখায় বিচরন এবং বিভিন্ন বয়স ও শ্রেণীর পাঠকের জন্য রচিত গ্রন্থাবলী যথেষ্ট। সমাদ্দ লেখকের প্রিশক্ষণ ও গবেষেণামূলক তিনটি গ্রন্থ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রেফান্সে বই হিসাবে ব্যবরহিত হচ্ছে।
লেখকের প্রকাশিত অন্যান্য গ্রহন্থ
উপন্যাস
প্রন্তিকী, ত্রিমাত্রিকী, কম্পাস কাব্য, ছায়পথ, অ্যাকোরয়িামের মীমকন্যা, গ্রাস, মরত্তের, স্যুালেট, ঘুর্নিবায় এবং দুসিড় কাবিন, তৈলাক্ত বাশ বাহি, শাখামৃগ, অরিন, পাথ, কুহকী চাদ।
কবিতা গ্রন্থ
অনুযোগ অভিযোগ, একরোখা, প্রেমের কবিতা(ইংরেজী অনুবাদসহ)
কিশোরী উপন্যাস
তিন্নির পথ খুজা, ছয় কিশোরী ও তিন রাজারকার, এবং পারুল।
কিশোর উপন্যাস
ওরা কিশোর মুক্তি যোদ্ধা, রাসুসের বাড়ি আসার পথ, ছোট মামা
গল্প গ্রন্থ
বড়সন্ধ্যা, বুনো অন্ধকার, শিকল হরিন, প্রের গল্প
প্রশিক্ষণ ও গবেষণা
প্রশিক্ষ পরিচিত, প্রশিক্ষণ সহায়ক পরিবেশ, পিআর এল, এ তত্ত্ব ও প্রয়োগ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস