৫নং গাংগাইল ইউনিয়নের মধ্য দিয়ে বয়ে গেছে বেতাইল খাল। খালটি নরসুন্দা নদী হইতে শুরু হয়ে ৪নং চন্ডিপাশা ইউনিয়ন হয়ে ৫নং গাংগাইল ইউনিয়নের মধ্য দিয়ে প্রভাহিত হয়েছে। অতি বৃষ্টি হলেই খাল ডুবিয়ে কৃষকের ফসলাদি জমির মধ্য পানি ঢুকে যায়। ফলে এলাকার কৃষকের জমির ফলস নষ্ট হয়। কিছু দিন পূর্বে খালখাটা কর্মসূচীর মাধ্যমে উক্ত খালটি সংস্কার হয়েছিল। কিন্তু সেই সংস্কার ভরাট হয়ে গেছে। এখন আগের মতো পানি নিষ্কান করিতে পারে না। তাই এলাকার সাধারণ জনগনৈর কথা চিন্তা করে অচিরে খালটি সংস্কার করা অতি প্রয়োজন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস